ওয়েব ডেস্ক: রাজকোটে শুরু হল ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। কুকের সঙ্গে ওপেন করছেন হাসিব হামিদ। আজ ভারতের মাটিতেই টেস্ট অভিষেক হল হাসিব হামিদের।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'বাংলাদেশে বিপর্যয়ের পর' ইংল্যান্ড কেমন দল নিয়ে খেলতে নামল, দেখে নিন তালিকা-


অ্যালিস্টার কুক


হাসিব হামিদ


জো রুট


বেন ডাকেট


মইন আলি


বেন স্টোক্স


জনি বেয়ারস্টো


ক্রিস ওয়েক্স


আদিল রাশিদ


জাফার আনসারি


স্টুয়ার্ট ব্রড


ভারতীয় টিম কেমন?


বিরাট কোহলি


মুরলি বিজয়


গৌতম গম্ভীর


চিতেশ্বর পুজারা


অজিঙ্কে রাহানে


রবীন্দ্র জাদেজা


আর অশ্বিন


ঋদ্ধিমান সাহা


অমিত মিশ্রা


মহম্মদ সামি


উমেশ যাদব


দলে জায়গা পাননি হার্দিক, করুণ নায়ার, ইশান্ত শর্মা।