নিজস্ব প্রতিনিধি : সাত দিনে সাতটা সোনা। সঙ্গে পাঁচটা রূপো ও ১৭টা ব্রোঞ্জ। এশিয়ান গেমসের সপ্তম দিনে ভারতের ঝুলিতে আপাতত সব মিলিয়ে ২৯টা পদক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  আইএসএলের সূচি প্রকাশ, প্রথম ম্যাচ কলকাতায়


ভারতের জন্য সাত নম্বর সোনার পদক এনে দিলেন তেজিন্দর পাল সিং। এই পাঞ্জাবি অ্যাথলিট শট পাটে দেশকে সোনা এনে দিলেন। শুধু সোনা এনে দিলেন বললে পুরোটা বলা হবে না। তেজিন্দর এশিয়ান গেমসে রেকর্ড করলেন। ২০.৭৫ মিটার ছুঁড়ে রেকর্ড এশিয়ান গেমসে গড়লেন এই ভারতীয় অ্যাথলিট। ২৩ বছরের তেজিন্দর এদিন জাতীয় রেকর্ডও করলেন। ছয় বছর আগে ওম প্রকাশ কারহানা ২০.৬৯ মিটার ছুঁড়ে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভাঙলেন তেজিন্দর। এর আগে ২০.২৪ মিটার ছিল তাঁর ব্যক্তিগত সেরার রেকর্ড। 


আরও পড়ুন-  মেসির জার্সি পোড়ানোর ডাক দিয়ে মহাফাঁপড়ে ফুটবল কর্তা


এদিন স্কোয়াশ থেকে ভারতের ঝুলিতে এল তিনটি ব্রোঞ্জ। দীপিকা পাল্লিকেল, জোত্স্না চিনাপ্পা ও সৌরভ ঘোষাল রূপো জিতলেন। ২০১৪ এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রূপো জিতেছিলেন সৌরভ। 


আরও পড়ুন-  কেরলকে সাহায্য করতে এগিয়ে এল ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব