ওয়েব ডেস্ক:ম্যাচ ফিক্সিং কলঙ্ক এড়াতে পারল না টেনিসও। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর দিনই সামনে এল টেনিসে গড়াপেটার এক চাঞ্চল্যকর গোপন রিপোর্ট।
গড়াপেটার অভিযোগ উঠল প্রথম সারির ১৬ জন টেনিস তারকার বিরুদ্ধে। সন্দেহভাজনদের মধ্যে কয়েকজন গ্র্যান্ডস্লাম বিজেতাও। কলঙ্কের আঁচ লেগেছে কুলীন ক্যাটাগরিতে পড়া উইম্বলডনেও। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, গত এক দশকে উইম্বলডনের অন্তত তিনটি ম্যাচে গড়াপেটা হয়েছে। বেটিং যে হয়েছে টিআইইউ রিপোর্টে তা উল্লেখও করা হয়েছে। আঠাশ জন খেলোয়াড়ের আচরণ সন্দেহজনক বলে বারবার সতর্ক করেছেন গোয়েন্দারা। অভিযোগ, তারপরও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। দিব্যি খেলা চালিয়ে গিয়েছেন অভিযোগের আঙুল ওঠা খেলোয়াড়রা। তাঁদের মধ্যে দুজন এবার অস্ট্রেলিয়ান ওপেনেও খেলছেন বলে দাবি।