ট্রেন্ট ব্রিজে টেস্ট অভিষেক হল ঋষভ পন্থের
প্রথম দুটি টেস্টে সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক৷
নিজস্ব প্রতিবেদন : ভারতের হয়ে টেস্ট অভিষেক হল ঋষভ পন্থের৷ ট্রেন্ট ব্রিজে শনিবার ঋষভের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ দেশের ২৯১ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হল ঋষভের৷
ছবিতে দেখুন - ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাটিং টিম ইন্ডিয়ার , দেখে নিন ভারতের প্রথম একাদশ
ঋদ্ধিমান সাহা চোট পাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছিলেন নির্বাচকরা। প্রথম দুটি টেস্টে সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক৷ এজবাস্টনে এবং লর্ডসে ব্যাট হাতে কার্তিক পারফরম্যান্স একেবারেই বলার মতো নয়। দুই টেস্টে চার ইনিংসে কার্তিকের সংগ্রহ মাত্র ২১ রান (০,২০,১,০)। আর তাই ট্রেন্টব্রিজ টেস্টে নতুন উইকেটরক্ষক ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট ৷
তৃতীয় টেস্ট শুরুর আগে প্রথা মেনে ঋষভের হাতে তুলে দেওয়া হয় টেস্ট ক্যাপ ৷ ভারতের ২৯১ তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেলেন পন্থ ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ১৭৪৪ রান করেছেন তিনি। ইন্ডিয়া-এ দলের হয়েও ৪ টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ৷ ৪ টি ম্যাচে করেছিলেন ১৮৯ রান।
ছিয়ানব্বইয়ে ইংল্যান্ডের মাটিতে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের অভিষেক হয়েছিল লর্ডসে। আইপএলে ব্যাট হাতে ঝড় তোলা দিল্লির উইকেটকিপার ঋষভের অভিষেক হল ট্রেন্ট ব্রিজে। দুই পূর্বসূরির মতো ঋষভও তাঁর অভিষেককে স্মরণীয় করে রাখতে পারবেন কি না, দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট মহল।