নিজস্ব প্রতিবেদন: হরিয়ানার বছর আঠাশের ক্রিকেটার রাহুল তেওয়াটিয়ায় (Rahul Tewatia) মোহিত বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। ভারতের প্রাক্তন ওপেনার ভূয়সী প্রশংসা করলেন গুজরাত টাইটান্স (Gujarat Titans) অলরাউন্ডারের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার রাতে আইপিএলে (IPL 2022) মুখোমুখি হয়েছিল দুই অভিষেককারী দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টে়ডিয়ামে হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুলের (Hardik Pandya vs KL Rahul) প্রতিদ্বন্দ্বিতায় শেষ হাসি হেসেছেন পাণ্ডিয়া। গুজরাত ২ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায়। সৌজন্যে তেওয়াটিয়ার ২৪ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস।



তেওয়াটিয়ার ব্যাটিংয়ে মোহিত বীরু টুইটারে লেখেন, "তেওয়াটিয়া এক ক্রান্তি, প্রতিপক্ষের অশান্তি। লর্ড তেওয়াটিয়ার জন্য অনেক প্রশংসা। দারুণ জয় পেল গুজরাত। অসাধারণ লাগল অভিষেককারী দুই ভারতীয় আয়ূষ বাদোনি ও অভিনব মনোহরের ক্রিকেটীয় দক্ষতা।" বীরু ভারতের তরুণ ক্রিকেটারদের সবসময় অনুপ্রাণিত করে থাকেন। 


আরও পড়ুন: IPL 2022, KKRvsRCB: কেমন দল নিয়ে RCB-র বিরুদ্ধে নামবেন KKR-এর অধিনায়ক Shreyas Iyer? ছবিতে দেখুন সম্ভাব্য প্রথম একাদশ


আরও পড়ুনHardik Pandya ফিট থাকলে কোনও নির্বাচক ওকে থামাতে পারবেন না-Ravi Shastri


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)