নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কায় এবার ভারতে পিছিয়ে যেতে চলেছে ফুটবলের ট্রান্সফার উইন্ডো। ভারতীয় ফুটবলে সাধারণত ট্রান্সফার উইন্ডো থাকে জুনের ৯ তারিখ থেকে অগাস্টের শেষ পর্যন্ত। কিন্তু এবছর সম্ভবত সেই সময়সীমা পিছিয়ে যেতে চলেছে AIFF।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফিফা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, যে বিভিন্ন দেশের ফুটবল সংস্থা বর্তমান পরিস্থিতিতে ট্রান্সফার উইন্ডো পরিবর্তন করতে পারে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সবদিক বিবেচনা করে জুন-আগস্ট এর ট্রান্সফার উইন্ডো পিছিয়ে দিতে চলেছে। ইউরোপের অনেক দেশেই এখনও লিগ শেষ হয়নি। লিগ শেষ হতে আগস্ট মাস হয়ে যেতে পারে। ইউরোপে খেলা কোন ফুটবলারকে নিতে গেলে সমস্যায় পড়তে হতে পারে ভারতীয় ক্লাবগুলিকে।


তাছাড়া সরকারি নির্দেশিকা ছাড়া আইএসএল বা আই লিগ শুরু করার দিনক্ষণ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না ফেডারেশন। এই পরিস্থিতিতে ট্রান্সফার উইন্ডো পিছিয়ে দেওয়াই যুক্তিযুক্ত হবে বলে মনে করছেন ফেডারেশন কর্তারা। ট্রান্সফার উইন্ডোর সময়সীমা পিছালেও দিনের সংখ্যা সম্ভবত একই থাকবে। পাশাপাশি জুন-অগাস্ট উইন্ডোর মতোই পিছিয়ে যেতে পারে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোও।



আরও পড়ুন -করোনা মোকাবিলায় মহারাষ্ট্র পুলিসকে কুর্নিশ জানালেন কোহলি-সচিন