করোনা মোকাবিলায় মহারাষ্ট্র পুলিসকে কুর্নিশ জানালেন কোহলি-সচিন
কার্যত কোনও বিশ্রাম ছাড়াই সাধারণ মানুষের সাহায্যার্থে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন পুলিসকর্মীরা
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস আগুনের মতো ছড়িয়েছে মহারাষ্ট্রে। দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত সেখানেই। রোজই নতুন করে কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। কঠিন সময়ে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই চালিয়ে যাওয়া মহারাষ্ট্র পুলিসকে কুর্নিশ জানালেন ভারতের দুই প্রজন্মের দুই সেরা ক্রিকেটার- বিরাট কোহলি আর সচিন তেন্ডুলকর। নিজেদের টুইটার প্রোফাইল ডিপিও বদলে ফেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি আর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। নিজেদের ছবির বদলে টুইটার প্রোফাইলে মহারাষ্ট্র পুলিশের লোগো ব্যবহার করেন সচিন- কোহলি।
কার্যত কোনও বিশ্রাম ছাড়াই সাধারণ মানুষের সাহায্যার্থে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন পুলিসকর্মীরা। টুইট করে মহারাষ্ট্র পুলিসের সেই কর্মীদের প্রশংসায় মুখর হয়েছেন কোহলি। টুইটারে বিরাট লিখেছেন, "অতীতে বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মহারাষ্ট্র পুলিস। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়েও রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়েছে তাঁরা।"
Maharashtra Police has stood by citizens through calamities, attacks & disasters. Today as they lead the war against Corona on the streets, I've decided to celebrate them by changing my DP here on Twitter to the Maharashtra Police logo. Join me in this endeavour.
— Virat Kohli (@imVkohli) May 10, 2020
বিরাটের মতই টুইটারে মহারাষ্ট্র পুলিসকে কুর্নিশ জানিয়েছেন সচিনও।
A big THANK YOU to the Maharashtra Police & the Police Forces across India who have been tirelessly working 24/7 to keep us safe.
Jai Hind
— Sachin Tendulkar (@sachin_rt) May 10, 2020
Maharashtra Police has stood by citizens through calamities, attacks & disasters. Today as they lead the war on Corona on the streets, I've decided to celebrate them by changing my DP on Twitter to the Maharashtra Police logo. Join me in this endeavour
— zaheer khan (@ImZaheer) May 10, 2020
বিরাট-সচিনের মতই মহারাষ্ট্র পুলিসকে সাধুবাদ জানিয়ে নিজের টুইটার প্রোফাইলের ডিপি বদলে ফেলেছেন প্রাক্তন তারকা পেসার জাহির খানও।
আরও পড়ুন - সুরেশ রায়নায় আবদারের কী জবাব দিল বিসিসিআই, জেনে নিন