নিজস্ব প্রতিবেদন: ভারতবর্ষের ক্রীড়াজগতের নক্ষত্রপতন। ক্রিকেট এবং ফুটবল দুটোতেই সমান পারদর্শী ছিলেন চুনী গোস্বামী। সেই কথা উল্লেখ করেই সোশ্যাল নেটওয়ার্কে প্রবাদপ্রতিম ক্রীড়াব্যক্তিত্বের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৬২ সালে চুনী গোস্বামীর নেতৃত্বে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। কিংবদন্তি ফুটবলারের প্রয়াণে শোক জ্ঞাপন করেছে বাংলার ফুটবল সংস্থা আইএফএ-ও। চুনী গোস্বামীর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন  আইএফএ-র প্রতিনিধি।



CAB থেকেও চুনী গোস্বামীর প্রয়াণে শোক জ্ঞাপন করা হয়। গভীর শোক প্রকাশ করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলি।


 



২০১১ সালে সিএবি-র লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হয়েছিলেন চুনী গোস্বামী। তাঁর নেতৃত্বে রঞ্জি ট্রফির ফাইনালও খেলেছিল বাংলা। শুক্রবার সিএবির ফ্ল্যাগ অর্ধনমিত থাকবে।


আরও পড়ুন - চুনী গোস্বামীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, স্মৃতিচারণে বাম—ডান সব পক্ষ