ব্যুরো: ব্রাজিলের বিরুদ্ধেও খেলা হল না সোনি নর্ডির। দুঙ্গার দলের বিরুদ্ধে পরিবর্ত হিসাবেও মাঠে নামা হল না হাইতিয়ান তারকার। তাই রিজার্ভ বেঞ্চে বসেই দলের হার দেখতে হল মোহনবাগানের তারকা স্ট্রাইকারকে। 


স্বপ্নপূরণ হল না সোনি নর্ডির। হাইতিয়ান তারকার খুব ইচ্ছে ছিল যে ব্রাজিলের বিরুদ্ধে কিছুক্ষণ অন্তত মাঠে নামবেন। বৃহস্পতিবার সকালে সেই আশা নিয়েই হোটেল ছেড়েছিলেন মোহনবাগানের তারকা স্ট্রাইকার। প্রথমার্ধে সেলেকাওদের বিরুদ্ধে তিন গোলে পিছিয়ে ছিল হাইতি। তখনও সোনি আশা করেছিলেন যে কোত হয়ত কিছুক্ষণ খেলার সুযোগ দেবেন তিনি। কিন্তু কোথায় কি ? রিজার্ভ বেঞ্চে বসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে নিজের দেশের ১-৭ গোল হার দেখতে হল সোনিকে। সব মিলিয়ে বৃহস্পতিবার দিনটা মোটেই ভাল গেল না মোহনবাগানের আশা ভরসার।