জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সোফিয়া জুক (Sofya Zhuk), টেনিস সার্কিট হয়তো আজ তাঁর মনে রাখেনি। কিন্তু একসময় তাঁকেই 'টেনিস প্রডিজি' হিসেবে দেখা হচ্ছিল। বছর তেইশের রাশিয়ান ২০১৫ সালে জুনিয়র উইম্বলডন জিতে শিরোনামে এসেছিলেন। মাত্র কিছু বছরই খেলেছিলেন টেনিস। শরীরের কথা ভেবেই ছাড়তে বাধ্য হন প্রিয় কোর্ট। টেনিস ছেড়ে সোফিয়া  মেতেছেন 'অন্য় খেলায়'! সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখার জন্য় ভিড় নেহাত কম নয়। তবে সবই 'অনলিফ্যানস'-এর (OnlyFans) সৌজন্য়ে। এখন প্রশ্ন কী এই 'অনলিফ্যানস'? অনলি ফ্যানস হচ্ছে লন্ডনের ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস। যেখানে টাকা খরচ করেই সাবস্ক্রাইবারদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরকে দেখতে হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mohammed Shami | Cricket World Cup 2023: 'জাস্ট লাইক আ ওয়াও'! পাক ক্রিকেটারকে গিলে খেলেন শামি


বলাই বাহুল্য এই 'নিষিদ্ধ' সাইটে ক্রিয়েটাররা লাস্যের লাভা বইয়ে কামের আগুনে পোড়ান সাবস্ক্রাইবারদের। কখনও নগ্ন তো কখনও অর্ধ-নগ্ন অবতারে ধরা দেন ক্রিয়েটাররা। কামের ও কামানোর তাড়নায় অনেক মহিলা ক্রীড়াবিদই 'অনলিফ্যানস' মাতাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান থেকে প্রাক্তনরাও। কেউ টেনিস প্লেয়ার তো কেউ ফুটবলার, আবার কেউ বক্সার, রয়েছেন অ্যাথলিটরাও। ২০২০ সালে খেলা ছাড়া সোফিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমার শরীরের বিশ্রাম প্রয়োজন। আমি এতটাই সমস্যায় ছিলাম যে, ডাক্তাররাও আমার চিকিৎসা করতে ব্য়র্থ হন। আমি সাধারণত প্রোটিন হজম করতে পারি না। আমার ভার্টিব্রা ৬০ বছরের বৃদ্ধার মতো আচরণ করছিল। আমি খুব যন্ত্রণা নিয়েই টেনিস খেলেছি। আমি টেনিস ভালোবাসতাম। তবে শরীরের কথাও আমাকে ভাবতে হয়েছে।' সোফিয়ার মতো অনেক নামই রয়েছে যাঁরা মাতিয়ে দিচ্ছেন নীল ওয়েবসাইট। 



আরও পড়ুন: Angelo Mathews | Time-Out: 'সম্মান তাদেরই করি...' খেলা শেষে মেলানো হয়নি হাত! বোমা ফাটাল শ্রীলঙ্কা


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)