ক্রিজ টপকেও রান আউট ব্যাটসম্যান
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ সাক্ষী থাকল এক অভূতপূর্ব রান আউটের। যা দেখে বলতেই হয়, `এভাবেও রান আউট হয় কেউ?` বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট কিপার নুরুল হাসান তাঁর উপস্থিত বুদ্ধি এবং অসামান্য ক্রিকেটীয় দক্ষতায় যেভাবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ওয়াগনারকে রানআউট করলেন তা ক্রিকেট ইতিহাসে এক অনবদ্য নজিরই বটে। প্রসঙ্গ অনুযায়ী ধোনির করা রান আউটের কথা উল্লেখ না করলেই নয়। সেবার ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ডের ক্রিকেট দল। নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান টেলরকে যেভাবে ব্যাক ফ্রো করে আউট করেছিলেন মাহি, তা ক্রিকেট দুনিয়ার আজব ইতিহাসের একটা প্রকৃষ্ট উদাহরণ হয়েই রয়েছে। তবে নুরুলের ব্যাক থ্রো ততটাও আলোড়ন ফেলতে পারত না যদি না ক্রিজ টপকে গিয়েও আউট হতে হত না ওয়াগনারকে। দেখুন সেই ভিডিও-
ওয়েব ডেস্ক: ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ সাক্ষী থাকল এক অভূতপূর্ব রান আউটের। যা দেখে বলতেই হয়, 'এভাবেও রান আউট হয় কেউ?" বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট কিপার নুরুল হাসান তাঁর উপস্থিত বুদ্ধি এবং অসামান্য ক্রিকেটীয় দক্ষতায় যেভাবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ওয়াগনারকে রানআউট করলেন তা ক্রিকেট ইতিহাসে এক অনবদ্য নজিরই বটে। প্রসঙ্গ অনুযায়ী ধোনির করা রান আউটের কথা উল্লেখ না করলেই নয়। সেবার ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ডের ক্রিকেট দল। নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান টেলরকে যেভাবে ব্যাক ফ্রো করে আউট করেছিলেন মাহি, তা ক্রিকেট দুনিয়ার আজব ইতিহাসের একটা প্রকৃষ্ট উদাহরণ হয়েই রয়েছে। তবে নুরুলের ব্যাক থ্রো ততটাও আলোড়ন ফেলতে পারত না যদি না ক্রিজ টপকে গিয়েও আউট হতে হত না ওয়াগনারকে। দেখুন সেই ভিডিও-