ওয়েব ডেস্ক: তিনি এলেন, জিতলেন, নিস্তব্ধে সরে দাঁড়ালেন। কাকপক্ষীতেও টের পেল না, মহেন্দ্র সিং ধোনি ৪ জানুয়ারি এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছেন যা গোটা ক্রিকেট মহলে আলোড়ন তৈরি করবে! ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি এমনই এক চরিত্র, যিনি হামেশাই 'আন প্রেডিক্টেবল'। আলোড়ন তৈরি করলেন বটে, নিজে থাকলেন লাইম লাইট থেকে সহস্র ক্রোশ দূরেই। কোনও হাততালি নয়, কোনও লম্বা চওড়া ভাষণ নয়, নিজের সিদ্ধান্তের কথা কেবল জানালেন ভারতীয় ক্রিকেটের সর্ব নিয়ামক সংস্থা বিসিসিআইকে। নিজে মুখ নিজের সরে দাঁড়ানো নিয়ে কিছুই বললেন না ক্যাপ্টেন কুল। তাঁর এই সিদ্ধান্তে কেউ হতবাক, কেউ হতাশ, কারোর হৃদয় বিদীর্ন। তবে সাক্ষীর গলায় যেন অন্য সুর। ধোনির জন্য গর্বিত সাক্ষী টুইট করলেন, "এমন কোনও পর্বতশৃঙ্গ নেই যা তোমার উত্থানকে থামিয়ে দেয়"।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING