Pakistan Cricket News: `ব্রেক নিলেই বাদ`! দল ভুগছে নিরাপত্তাহীনতার আতঙ্কে, বিস্ফোরক পাক নক্ষত্র
There is a culture of insecurity in the Pakistan side Says Pacer Naseem Shah: `ব্রেক নিলেই বাদ পড়তে হবে দল থেকে`! বিস্ফোরক কথা বলে দিলেন পাক নক্ষত্র বোলার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ফজল মেহমুদ, শোয়েব আখতার, উমার গুল, মহম্মদ আমির, মহম্মদ আসিফ, শাহিন শাহ আফ্রিদি। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাকিস্তান অসাধারণ সব জোরে বোলারদের জন্ম দিয়েছে। যাঁরা বাইশ গড শাসন করেছেন। বর্তমান প্রজন্মের অন্য়তম সেরা পেসারের নাম নাসিম শাহ (Naseem Shah)। কাঁধের চোটের জন্য় যাঁর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা হয়নি। একুশ বছরের তরুণ ক্রিকেটার এবার বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন। পাকিস্তান ক্রিকেটের অন্ধকার দিক তুলে ধরে শিরোনামে নাসিম। সাফ বলছেন যে, তাঁর টিম নিরাপত্তাহীনতার আতঙ্কে ভুগছে।
আরও পড়ুন: Travis Head | IPL 2024: দু'বার ভেঙেছেন ভারতের বিশ্বজয়ের স্বপ্ন, নতুন মিশনের কথা জানালেন অজি নক্ষত্র
ক্রিকউইকে দেওয়া সাক্ষাৎকারে নাসিম বলেন, 'দেখুন, সত্যি বলতে কী, আমাদের দলের প্রধান খেলোয়াড়রা, নিজেদের শরীরের কথা ভেবে বিশ্রাম নিতেই ভয় পায়। এমনকী যখন তারা জানে যে, তাদের ব্রেকের প্রয়োজন রয়েছে। কারণ পাকিস্তান ক্রিকেট দলের এমনই সংস্কৃতি যে, যদি একজন নতুন খেলোয়াড় আসে এবং একটি বা দুটি ম্যাচে সে পারফর্ম করে দেয়, তাহলে আপনি হয়তো জানেন না সেই পাকাপাকি ভাবে আপনার পরিবর্ত হয়ে যাবে। অন্য় দেশে প্রধান খেলোয়াড়রা জানে যে, তাদের বিশ্রামে পাঠানো হলেও, তাদের দল থেকে বসানো হবে না। সে যতই তার বিকল্প এসে এক-দু'টি ম্য়াচে পারফর্ম করুক।'
নাসিমের জীবনে এরপর পিসিবি-র খাঁড়া নেমে আসবে কিনা, তা হয়তো সময় বলবে, তবে নাসিম যা বললেন, তা শুনে নড়ে গিয়েছে বাইশ গজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাক ক্রিকেট কর্তাদের আচরণ বারবার এসেছে খবরের শিরোনামে। এবার নাসিম বলে দিলেন এমন কিছু কথা যা আবার সেই দেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে দিল। এভাবে ভয়ের পরিবেশে যদি ক্রিকেটাররা খেলেন, তাহলে কখনই তাঁরা সেরাটা দিতে পারবেন না মাঠে। সবসময় তাঁদের আতঙ্ক তাড়া করবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)