জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক তিন দিন। তারপরেই বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) মহাযুদ্ধ। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) শুরু ববর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট। পরিসংখ্যান বলছে বর্ডার-গাভাসকর ট্রফিতে সব রেকর্ড আজও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নামেই। সে সব চেয়ে বেশি হাফ-সেঞ্চুরি হোক বা সর্বাধিক শতরান। 'ক্রিকেট ঈশ্বর' ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভারত-অস্ট্রেলিয়ায়। এই প্রতিবেদনে রইল সচিনের নামে কোন কোন রেকর্ড আজও অক্ষত আছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সচিনের সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফির রোম্যান্স:


সর্বাধিক রান  ৩২৬২ 
সর্বাধিক অর্ধ-শতরান ১৬টি
সর্বাধিক ১৫০+ ইনিংস ৬টি
সর্বাধিক শতরান ৯টি
সর্বাধিক চার ৩৯১টি
সর্বাধিক ছয় ২৫টি
সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ ৫ বার
সর্বাধিক ম্যান অফ দ্য সিরিজ ৩ বার
সর্বাধিক ১০০+ পার্টনারশিপ ২০টি


সচিন তেন্ডুলকর বরাবরই অস্ট্রেলিয়াকে দেখলে জ্বলে উঠতেন। শিকার করার জন্য বেছে নিতেন এই টিমকেই। সচিন অস্ট্রেলিয়ার মাটিতে অসাধারণ ক্রিকেট খেলার সুবাদেই পেয়েছেন সেদেশের মানুষের বিরাট সম্মান।


আরও পড়ুনDavid Warner, Border Gavaskar Trophy 2023: অশ্বিনের বিরুদ্ধে নামার আগে ওয়ার্নারকে খোঁচা দিলেন তাঁর সতীর্থ! কিন্তু কেন? ভিডিয়ো দেখুন


আগামী ৯-১৩ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হবে নাগপুরে। ১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লিতে। ১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালায়। ৯-১৩ মার্চ, সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আহমেদাবাদে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও  সূর্যকুমার যাদব। ঈশান-সূর্য সাদা বলের ক্রিকেটে ভালো পারফর্ম করে লাল বলের ক্রিকেটে সুযোগ পেয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)