জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরাট ঘোষণা চমকে দিয়েছিল ভারতীয় ক্রিকেট অনুরাগীদের! আইপিএলের অন্য়তম সফল ফ্র্যাঞ্চাইজি জানাল যে, নীল সাম্রাজ্য়ে রোহিত যুগের অবসান! মুম্বইয়ের মসনদে এখন থেকে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। চব্বিশের আইপিএলে (IPL 2024) হার্দিকের নেতৃত্বেই খেলবে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম। রোহিতকে সরিয়ে দেওয়ার পরেই সমাজমাধ্য়মে আগুন জ্বলে যায়। লক্ষ লক্ষ সমর্থক এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এখন জানা যাচ্ছে যে, 'হিটম্য়ান'কে নিতে মরিয়া চার শহর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL Auction 2024: জলের মতো খরচ... স্টার্ককে নিয়েই সব টাকা শেষ, লোকসান ভেবে শাহরুখের হাহুতাশ!


চেন্নাই সুপার কিংস- রোহিতকে অধিনায়কত্বের পদ থেকে সরানোর পরেই সিএসকে অসাধারণ শ্রদ্ধাজ্ঞাপন করেছিল। দুই অধিনায়কের বন্ধুতা সম্মানের দিকটা তুলে ধরেছিল ইয়েলো আর্মি। চেন্নাইয়ের জার্সিতে রোহিতের একটি ফটোশপ করা ছবিও ভাইরাল হয়। হতেই পারে যে রোহিত ২০২৫ পর্যন্ত চেন্নাইয়ে খেললেন। কেনই বা তা হবে না। রোহিতের বয়স এখন ৩৬। তাঁর হাতে আরও বেশ কিছু বছর রয়েছে আইপিএল খেলার জন্য়। ধোনি আগামী বছর আর আইপিএল খেলবেন না, তা বলেই দেওয়া যায়। সেক্ষেত্রে রোহিতই হতে পারেন চেন্নাইয়ের ক্য়াপ্টেন। চেন্নাইয়ের অন্দরমহলের খবর ধোনির পর ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেওয়া হবে নেতৃত্বের ব্য়াটন। সেক্ষেত্রে রোহিতের নেতৃত্বে খেলে রুতুরাজ অধিনায়কত্বের পাঠও নিয়ে নেবে। ধোনির পর চেন্নাইয়ের দায়িত্ব নেওয়ার সঠিক ব্য়ক্তি হিটম্য়ানই।


সানরাইজার্স হায়দরাবাদ- সানরাইজার্স হায়দরাবাদ বিগত কয়েক বছর ভুগেছে প্রকৃত নেতার অভাবে। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে নিজামের শহর আইপিএল জিতেছিল। সেসময় অজি ওপেনার নিজে ছিলেন ভয়ংকর ফর্মে। ৮৪৮ রান করেছিলেন তিনি। ২০১৮ সালে রানার্স-আপ হয়েছিল সানরাইজার্স। ২০১৯ ও ২০২০ সালে তারা প্লে-অফ খেলে ঠিকই। কিন্তু ২০২১ সালের মাঝামাঝি সময়ে ওয়ার্নারের বদলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় কেন উইলিয়ামসনকে। ২০২২ সালে কেনের নেতৃত্বে সানরাইজার্স ১০ দলের মধ্য়ে অষ্টম স্থানে শেষ করেছিল। ২০২৩ সালে সানরাইজার্সের নেতা হন আইদেন মার্কম। কমলা বাহিনী সবার শেষে থেমেছিল। সানরাইজার্সের দরকার একজন প্রকৃত নেতার। রোহিতের চেয়ে ভালো বিকল্প আর কে বা হতে পারেন! রোহিত অনায়াসে ২০২৫ পর্যন্ত দায়িত্ব সামলে দেবেন। দেখা যাক কাব্য় মারান রোহিতকে নিতে ঝাঁপান কিনা!


পঞ্জাব কিংস- আইপিএলের সবচেয়ে হতাভাগা ফ্র্যাঞ্চাইজি যদি কেউ থাকে, তাহলে সেটা পঞ্জাব কিংস। প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির সম্ভবত সবচেয়ে হতশ্রী রেকর্ড এই টুর্নামেন্টে। ২০১৪ সালে তারা রানার্স হয়েছি। অভিষেক সংস্করণে গিয়েছিল শেষ চারে। এছাড়া আর কোনও বছর পঞ্জাব প্লে-অফে যেতে পারেনি। ২০১৯-২০২১ পর্যন্ত তারা আট দলের লড়াইয়ে থেমেছিল ছয়ে। ২০২২ সালে তারা আবার ছয়ে শেষ করে। গতবছর ১০ দলীয় লড়াইয়ে তাদের জায়গা হয়েছিল আট। পঞ্জাবও কিন্তু বরাবর একজন প্রকৃত নেতার অভাব বোধ করেছে। চলতি বছর শিখর ধাওয়ান নেতৃত্ব দিয়েছেন। তার আগে ছিলেন ময়াঙ্ক আগরওয়াল। ফলে প্রীতি যদি রোহিতকে অধিনায়ক হিসেবে রাজি করাতে পারেন, তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। 


রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর- রোহিত শর্মা ও বিরাট কোহলি এক ফ্র্যাঞ্চাইজিতে! ভাবা যায়, যদি এমনটা ঘটে তাহলে ভারতীয় ফ্য়ানদের উত্তেজনার কোনও সীমা থাকবে না। বিরাটের পর আরসিবি-র দায়িত্ব নিয়েছেন ফাফ দু প্লেসিস। বিগত দুই মরসুমে অধিনায়ক হিসেবে দারুণ পারফর্ম করেছেন ফাফ। তবে আগামী বছর তিনি চল্লিশে পা দেবেন। আরসিবি অবশ্য়ই চাইবে নতুন অধিনায়ক বেছে নিতে। সেক্ষেত্রে রোহিত দায়িত্ব নিলে, অন্তত দু'টি মরসুম নিশ্চিন্তে থাকতে পারবে আরসিবি।কল্পনা করুন, রোহিত এবং কোহলি শুধু একসঙ্গে খেলছেনই না, একই ফ্র্যাঞ্চাইজির জন্য আইপিএলে ট্রফিও তুলেছেন হাতে। দুই সুপারস্টারের ভক্তদের জন্য সেটাই হবে বিরাট মুহূর্ত।


আরও পড়ুন: Shubman Gill: কপালে সুখ সইল না বেশিদিন! চরম বাস্তবতার কাছেই হার, বিরাট ধাক্কা খেলেন 'প্রিন্স'


মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধনে এক বিবৃতিতে বলেছেন, 'উত্তরাধিকার তৈরি করে মুম্বই ইন্ডিয়ান্সের দর্শন মেনেই ভবিষ্যতের রাস্তা তৈরি করা হল। মুম্বই বরাবর অসাধারণ সব নেতাদের পেয়েছে। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং ও রোহিত শর্মা। ভবিষ্যতের জন্য দলকে শক্তিশালী করার দিকে মুম্বই সবসময় নজর রেখেছে। এই দর্শন মেনেই এবার হার্দিক পান্ডিয়া আইপিএল চব্বিশে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হচ্ছেন।' রিকি পন্টিং থেকে রোহিতের হাতে উঠেছিল অধিনায়কত্বের ব্যাটন। রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল সেরা হয়। এমএস ধোনির সঙ্গে যুগ্মভাবে রোহিত ক্রোড়পতি লিগের সফলতম অধিনায়ক। নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ হল। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)