নিজস্ব প্রতিনিধি : বেলজিয়াম গোলপোস্টের নিচে ভরসার আরেক নাম হয়ে উঠেছিলেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে অনবদ্য কিছু সেভ করেছিলেন থিবো কুর্তোস। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও বেশ কয়েকটি ভাল সেভ দিয়েছেন বেলজিয়ামের এই গোলকিপার। কিন্তু তার পরও শেষরক্ষা হয়নি। দিদিয়ের দেশঁর দেশের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বেলজিয়াম। হারটা যেন কিছুতেই হজম করতে পারছে না কুর্তোস। তাঁর সাফ কথা, ''কোনও ভাল দলের কাছে হারিনি। এমন দলের কাছে হেরেছি যারা আমাদের থেকে খারাপ খেলেছে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ইংল্যান্ডের সমর্থনে আজ কোচ সাউথগেটের মতো সেজে আসবেন সমর্থকরা


ফ্রান্সের খেলার ধাঁচে কুর্তোয়া হতাশ। বেলজিয়ামের গোলকিপার বলছিলেন, ''ফ্রান্স ফুটবল খেলেনি এই ম্যাচে। এগারোজন ফুটবলারকে গোলপোস্টের ৪০ গজের মধ্যে রেখে শুধু ডিফেন্স করে গিয়েছে। আমরা একের পর এক আক্রমণ করেছি। আর ওরা শুধু সেগুলো রুখেছে। ফ্রান্সের জয় তাই ফুটবলের লজ্জা। উরুগুয়ের বিরুদ্ধে ওরা ফ্রি-কিক আর বিপক্ষ গোলকিপারের ভুলে জিতেছে। ফ্রান্সের বিরুদ্ধে আমাদের জিততে না পারাটা হতাশার।''


আরও পড়ুন-  বেলজিয়ামের অশ্বমেধের ঘোড়া থামিয়ে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স


যদিও পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। মাত্র ৩৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ফ্রান্স ১৯টা শট নিয়েছে বেলজিয়ামের গোল লক্ষ্য করে। এদিকে, বেলজিয়াম মোট ৯টা শটের মধ্যে ৩টে রাখতে পেরেছে ফ্রান্সের গোলে।