নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে চার নম্বর জায়গাই এখন মাথাব্যাথার কারণ শাস্ত্রীর সংসারে।বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতীয় ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গাটি নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। বিশ্বকাপের মাঝপথে সেই চিন্তা আবার ঘনীভূত হয়েছে ভারতীয় ড্রেসিংরুমের অন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 শিখর ধাওয়ান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় চার নম্বরে সেট হওয়া কেএল রাহুলকে ওপেনিং স্লটে ফিরিয়ে আনা হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের মিডল অর্ডার একেবারেই স্বস্তি দেয়নি টিম ম্যানেজমেন্টকে। চার নম্বরে বিজয় শঙ্কর সফল হননি। শুরুতে ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামসে মিডল অর্ডারকে কার্যকরী ভূমিকা নিতে হবে। ধোনি-কেদার যাদবের স্লো স্ট্রাইকরেট ভাবাচ্ছে টিম ইন্ডিয়া থিঙ্কট্যাঙ্ককে।


আরও পড়ুন - ICC World Cup 2019: ভারতের কাছে হারের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন পাক কোচ!


তরুণ ঋষভ পন্থকে নিয়ে ভারতীয় শিবিরে ভাবনা চিন্তা থাকলেও পন্থের অভিজ্ঞতাই তাঁকে পিছনে ঠেলে দিচ্ছে।ব্যাটিং অর্ডারে চার নম্বরে দীনেশ কার্তিককে নিয়ে নতুন করে পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞতার পাশাপাশি দক্ষ ফিল্ডার কার্তিক। সেমি ফাইনালে যাওয়ার আগে আরও চারটি ম্যাচ খেলতে হবে কোহলিদের। বিশ্বকাপের বাকি চার ম্যাচে চার নম্বর জায়গা নিয়ে তাই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলে জয়ের ছন্দে থাকলেও ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গা নিয়ে তাই চিন্তা থাকছেই কোহলি-শাস্ত্রীর।