নিজস্ব প্রতিবেদন :  ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তবে এবারের ১৫ অগাস্ট একটু হলেও আলাদা সেই বার্তাই দিলেন মাস্টার ব্লাস্টার। এবার দেশের স্বাধীনতা যুদ্ধের লড়াই যেন অদৃশ্য শত্রুর সঙ্গে। তা হল মারণ ভাইরাস কোভিড-19।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার বিরুদ্ধে লড়াইয়ের কথা দেশবাসীকে মনে করিয়ে দিলেন সচিন।  টুইটে তিনি লেখেন, "এবারের ১৫ অগাস্ট দিনটা একেবারেই আলাদা। এবার আমাদের সামনে একটাই শত্রু। অদৃশ্য কোভিড-১৯।  শৃঙ্খলা মেনে ১.৩ বিলিয়ন দেশবাসী একসঙ্গে আমরা লড়াই করে এই ভাইরাসকে হারিয়ে জয়ী হব।"



আরও পড়ুন - স্বাধীনতা দিবসে সুখবর... অবসর ভেঙে বাইশ গজে ফিরছেন যুবরাজ!