নিজস্ব প্রতিবেদন: গোটা দেশ এক হয়ে করোনার বিরুদ্ধে লড়ছে। মহামারীর বিরুদ্ধে লড়াইকে বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করছেন কোহলিদের হেডস্যার রবি শাস্ত্রী। মারণ ভাইরাসকে 'মাদার অফ অল ওয়ার্ল্ড কাপ' বলছেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সোশ্যাল সাইটে এক ভিডিয়োবার্তায় নিজের চেনা ঢঙে ভারতীয় ক্রিকেট দলের কোচ বলেছেন, "করোনার বিরুদ্ধে লড়াই অনেকটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন তাড়া করার মতো। বিশ্বকাপ জিততে গেলে যেমন অনেক কিছু ত্যাগ করতে হয়, এখানেও পরিস্থিতি অনেকটা সেই রকমই। ক্রিকেটের মতো ম্যাচের শেষ বল পর্যন্ত হার না মানা মানসিকতা নিয়ে সবাইকে লড়াই করতে হবে।"


 



 


দেশবাসীকে লড়াইয়ের আবেদন জানিয়ে কোহলিদের হেড স্যার শাস্ত্রী বলছেন, "মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই কোন সাধারণ বিশ্বকাপ নয়। বলা চলে সর্বকালের সেরা বিশ্বকাপের লড়াই। যেখানে ১১ জন নয়, লড়াইয়ের ময়দানে ১৪০ কোটি মানুষ।  নিজেদের গৃহবন্দি রাখা আর সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমেই আমরা চ্যাম্পিয়ন হতে পারি। "


 


আরও পড়ুন - দেশে থাকা পরিবারের জন্য উত্কণ্ঠা নেই! কলকাতায় লকডাউনে আটকে থাকা কোমরণ তুরসনভের