বিশ্বকাপ ফাইনালের হিরো হতে পারেন গ্রিজম্যান!
কে হতে পারে এবারের বিশ্বকাপের ফাইনালের হিরো? সেটা মাঠেই বোঝা যাবে, কিন্তু পরিসংখ্যানের ভিত্তিতে ফ্রান্স আশায় বুক বাধছে অ্যান্টনি গ্রিজম্যানকে নিয়ে।
নিজস্ব প্রতিবেদন: কে হতে পারে এবারের বিশ্বকাপের ফাইনালের হিরো? সেটা মাঠেই বোঝা যাবে, কিন্তু পরিসংখ্যানের ভিত্তিতে ফ্রান্স আশায় বুক বাধছে অ্যান্টনি গ্রিজম্যানকে নিয়ে।
আরও পড়ুন- নেমার কেন 'অভিনয়' করেন, জানালেন রোনাল্ডো
এই ফরাসি মিডফিল্ডার ইতিমধ্যেই ছাপিয়ে গেছেন তাঁর দেশের দুই কিংবদন্তীকে। ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে গোল করা এবং গোল করানোর ক্ষেত্রে গ্রিজম্যান টপকে গেছেন জিনেদিন জিদান ও মিশেল প্লাতিনিকে। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে জিনেদিন জিদানের গোল করা ও গোল করানোর মোট সংখ্যা ৮। আর এই ক্ষেত্রে প্লাতিনি গোল করেছেন ও করিয়েছেন তার মোট সংখ্যা ৬। কিন্তু গ্রিজম্যান বিশ্বকাপ ফাইনালের আগেই তাদের ধরা ছোঁয়ার বাইরে।
আরও পড়ুন- জুয়া যখন ফুটবল মজা
ইতিমধ্যেই গ্রিজম্যান ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে গোল করেছেন ৭টি। আর গোল করানোর ক্ষেত্রে তার অবদান ৪টি। মোট সংখ্যা ১১। ফলে বিশ্বকাপ ফাইনালে গোল করুন আর না করুন ফ্রান্স দলের হয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন গ্রিজম্যান তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- রোনাল্ডোর জন্য মন খারাপ মদ্রিচের!