নিজস্ব প্রতিবেদন : আগামী মরসুমে মোহনবাগান-ইস্টবেঙ্গলের আইএসএল-এ খেলা প্রায় নিশ্চিত। এদিকে সব ঠিকঠাক চললে পরের মরশুমে ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপেও দেখা যেতে পারে কলকাতার ঐতিহ্যশালী এই দুই ক্লাবকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরের বছর ফুটসলের ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ইতিমধ্যেই ক্লাব চ্যাম্পিয়নশিপের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ফেডারেশনের কার্যকরী কমিটি। সম্ভবত ২০২০ সালের জুন-জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট।


আরও পড়ুন- ধোনি লেজেন্ড! ও মনে করলে খেলবে, বলছেন রবি শাস্ত্রী


ফেডারেশন সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই আই লিগ আর আইএসএল ক্লাবগুলোকে ফুটসল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য চিঠি পাঠানো হবে। যেসমস্ত দল ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য আগ্রহ দেখাবে,তাদের নিয়েই হবে প্রথমবারের ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ। ফেডারেশনের তরফ থেকে ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপের দায়িত্বভার সামলাবেন আই লিগ সিইও সুনন্দ ধর।


ফুটসল চ্যাম্পিয়নশিপ অবশ্য ভারতে নতুন কিছু নয়। রোনাল্ডিনহো,কাফু,গিগসের মত তারকা খেলে গেছেন। তবে মোহনবাগান-ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু এফ সি,এটিকের মত দল ফুটসল চ্যাম্পিয়নশিপে খেললে তা নতুন মাত্রা পাবে।