জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) একেবারে অন্তিম লগ্নে চলে এসেছে। আর কয়েক দিন পরেই ফুটবল বিশ্ব পেয়ে যাবে চ্যাম্পিয়ন দলকে। ৩২ দল এবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সেখান থেকে ষোলো, আট হয়ে চারে এসে দাঁড়িয়েছে চারে। এখন কাপ যুদ্ধের চার দাবিদার ফ্রান্স, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা ও মরক্কো। কে জিতবে এবার বিশ্বকাপ? বিরাট ভবিষ্যদ্বাণী করে দিলেন শাকিরা ইসাবেল মেবারক রিপোল (Shakira Isabel Mebarak Ripoll) ওরফে 'লাতিন সংগীতের রানি' (Queen of Latin Music)। শাকিরা বলছেন এবার কাপ যুদ্ধ জিতে নেবে মরক্কো (Morocco)। 'অ্যাটলাস লায়ন্স'দের হয়েই গলা ফাটাচ্ছেন শাকিরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগালকে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে! আল থুমানা স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে ইউসেফ এন-নেসরির গোলেই পর্তুগালের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দেয় মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসাবে বিশ্বকাপের শেষ চারে উঠে ইতিহাস লিখল মরক্কো। এই ম্যাচ শেষ হওয়ার পরেই শাকিরা ট্যুইট করে লেখেন, This time for Africa!! বিশ্বকাপ সংক্রান্ত যত গান আছে, তার মধ্যে শাকিরার গলায় Waka Waka (This Time For Africa) অন্যতম সেরা। এই গান শুনলে আজও ফ্যানরা কোমর দোলান। ২০১০ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার ১০ শহরে। সেবার এই গান গেয়েছিলেন শাকিরা। যা আজও জনপ্রিয়তার শিখরে। মরক্কোর হাতে কাপ উঠবে এমন ভবিষ্যদ্ধাণী করেই ওয়াকা ওয়াকা গানের লাইন This time for Africa তুলে ধরেছেন শাকিরা।




আরও পড়ুন: Golden Boot | FIFA World Cup 2022: সোনার বুটের দৌড়ে কারা? সঙ্গে জানুন শেষ চারের দুই ম্যাচ কবে, কোথায়, কখন


'ওয়াকা ওয়াকা' গানের শ্যুটিংয়ের সময়েই শাকিরার সঙ্গে আলাপ হয় স্প্যানিশ ডিফেন্ডার শাকিরার। সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রেমে এবং অবশেষে তাঁরা এক সঙ্গে ঘর করেন। সেলেব কাপলদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন তাঁরা। দীর্ঘ ১২ বছর এক সঙ্গে থাকার পর সম্পর্ক শেষ করেছেন শাকিরা-পিকে।  চলতি বছর জুনেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন কলম্বিয়ার গায়িকা ও স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার।  তাঁদের এই সিদ্ধান্ত হতাশ করে কোটি কোটি সমর্থকদের।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)