নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে গৃহবন্দি বিশ্বের বেশিরভাগ মানুষই। বন্ধ খেলাধুলো। ফলে ঘরবন্দি থাকতে আর ভালো লাগছিল না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের। জিমে যাওয়ারও উপায় নেই। অগত্যা গ্যারেজ থেকে গাড়ি বের করে অস্থায়ী জিমে শরীরচর্চা। আর তাতেই ঘোর বিপদ ঘনিয়ে এল ....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেমন ভাবনা তেমনই কাজ।  গ্যারেজকে জিম তৈরি করতে গিয়ে গাড়িটিকে রাস্তায় রেখেছিলেন অজি অধিনায়ক। আইসোলেশনে নিরাপদেই থাকবে গাড়িটি, এমনই ভেবেছিলেন পেইন। কিন্তু তাঁর ভাবনায় ভুল ছিল। পাশের রাস্তায় রাখা টিম পেইনের গাড়ির দরজা ভেঙে তাঁর মানিব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে।


মানিব্যাগে রাখা ছিল ক্রেডিট কার্ড। সকালে ঘুম থেকে উঠে মোবাইলের মেসেজ দেখে জানতে পারেন যে তাঁর ক্রেডিট কার্ড ব্য়বহার করছেন অন্য কেউ। বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান গাড়ির দরজা খোলা, মানিব্যাগ উধাও।


আরও পড়ুন - করোনায় ঘরবন্দি! ভিন্টেজ ফেডেরারকে দেখে অভিভূত ভক্তরা, দেখুন ভিডিয়ো