নিজস্ব প্রতিবেদন : ব্রাজিলের ফুটবলে এক ব্যতিক্রমী ঘটনা। এই প্রথম বিশ্বকাপে সফল নন এমন কোনও কোচকে ছাঁটাই করল না ব্রাজিলের ফুটবল ফেডারেশন। উল্টে তিতের ওপরই ভরসা রাখলেন তারা। ২০২২ সালে কাতার বিশ্বকাপ পর্যন্ত নেমারদের দায়িত্বে থাকছেন তিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - চোট নিয়েই ফাইনালে খেলেছিলেন এমবাপে!


তিতের কোচিংয়ে বিশ্বকাপ জিততে না পারলেও তাঁর স্ট্র্যাটেজিতে নজর কেড়েছে ব্রাজিলের খেলা। রাশিয়ায় থাকতেই তিতের কাছে পৌঁছে গিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থার প্রস্তাব। তিতে অবশ্য তখনই তাঁর সিদ্ধান্ত জানাননি। এরপর দেশে ফিরে ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরেই সিদ্ধান্ত নেন তিনি। বুধবার এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তিতেকে রেখে দেওয়ার কথা জানায়।



২০১৬ সালের জুন মাসে দুঙ্গার জায়গায় দায়িত্ব পান ৫৭ বছর বয়সী তিতে। তার কোচিংয়ে ২৬টি ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে হেরেছে ব্রাজিল। জিতেছে ২০টি ম্যাচ এবং ড্র হয়েছে চারটি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের পর তিতে বলেন, "এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমি এটার মুখোমুখি হতে পেরে খুশি। আমি এরই মধ্যে পরের ম্যাচ ও প্রতিযোগিতাগুলো নিয়ে মনোযোগ দিচ্ছি।"