নিজস্ব প্রতিবেদন: ফের ভারতীয় ক্রিকেটে গড়াপেটার কালো ছায়া। আর এবার স্ক্যানারে তামিলনাডু প্রিমিয়ার লিগ। আতস কাঁচের তলায় জাতীয় দলের এক ক্রিকেটার, আইপিএলে নিয়মিত খেলা এক ক্রিকেটার এবং রনজি ট্রফি দলের এক কোচ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোর্ডের দুর্নীতি দমন শাখা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



তামিলনাডু প্রিমিয়ার লিগে খেলা বেশ কিছু ক্রিকেটারের কাছে অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ আসে। সঙ্গে সঙ্গে তারা তা জানায় বোর্ডের দুর্নীতি দমন শাখার আধিকারিকদের। গুরত্ব বুঝে তদন্ত শুরু করে তারা। কোথা থেকে এই মেসেজগুলি এসেছে , সেই উত্স খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আইনি পরামর্শ নিতে পারে বোর্ডের দুর্নীতি দমন শাখা। এমনকী পুলিসের কাছে FIR-ও করতে পারে।


আরও পড়ুন - বিরাট কোহলির জামায় কার নাম লেখা? জল্পনায় নেটিজেনরা


ইতিমধ্যেই তামিলনাডু প্রিমিয়ার লিগের গর্ভনিং কাউন্সিল একটি কমিটি তৈরি করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ তাঁরা খতিয়ে দেখে, রিপোর্ট জমা দেবে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। উল্লেখ্য তামিলনাডু প্রিমিয়ার লিগে খেলেন রবিচন্দ্রন অশ্বিন, মুরলী বিজয়, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দরের মতো জাতীয় দলের ক্রিকেটাররা।