ভারত- ৫৬৬/৮ (ডি:)
ও.ইন্ডিজ- ২৪৩, ২১/১ (১৩ ওভার)
ও.ইন্ডিজ এখনও ৩০২ রান পিছিয়ে,হাতে ৯ উইকেট


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: অ্যান্টিগা টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। ও.ইন্ডিজকে ফলো অন করিয়ে দারুণ জায়গায় কোহলিরা। প্রথম ইনিংসে ২৪৩ রানে শেষ হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ২১ রানের মধ্যে ১ উইকেট খুয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা। ইনিংস হার রুখতে ওয়েস্ট ইন্ডিজকে এখনও করতে হবে ৩০২ রান। ভারতের চাই ৯ উইকেট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটসম্যান প্রতিরোধ করেছিলেন সেই ক্রেগ ব্রেথওয়েট (২)-ও ইশান্ত শর্মার বলে ফিরে গিয়েছেন।


পড়ুন তৃতীয় দিনের ম্যাচের বিস্তারিত রিপোর্ট


বিশেষজ্ঞরা বলছেন, আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে ম্যাচের প্রথম সেশন। শুরুতেই দু-তিনটে উইকেট তুলে নিতে পারলে আর চাপ নেই কোহলিদের,এমনটাই বলা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে মার্লন স্যামুয়েলসের উইকেট। কারণ অতীতে বেশ কয়েকবার দেখা গিয়েছে দলের এমন দারুণ চাপের অবস্থা থেকে রক্ষা করে দিয়েছেন স্যামুয়েলস। যদিও পিচের যা অবস্থা তাতে স্যামুয়েলসদের কাজটা কঠিন। প্রথম ইনিংসে সামি, উমেশ দারুণ বল করেছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ হতে চলছে অশ্বিন-অমিতের যুগলবন্দি ঘূর্ণি। প্রথম ইনিংসে অশ্বিন ১৭ ওভার বল করেও কোন উইকেট পাননি। সেখানে দু উইকেট পাওয়া অমিত মিশ্র কিন্তু দারুণ বল করেছেন। সব মিলিয়ে চার দিনেই অ্যান্টিগা টেস্ট শেষ করে সিরিজ ১-০ এগিয়ে থাকার সব রসদ তৈরি। এখন শুধু রসদে ইন্ধন দেওয়ার পালা।


মাত্র এক মিনিটে খালির এমন কুস্তি দেখে ঘাবড়ে যেতে হবে আপনাকে


তৃতীয় দিনের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান-
ষোলো মাস পর দেশের জার্সিতে মাঠে ফিরে সামির ৪ উইকেট।


টেস্টে পঞ্চাশ উইকেটও শিকার হয়ে গেল সামির। ১৩তম টেস্টে এল তাঁর ৫০তম শিকার। যা ছিল বেঙ্কটেশ প্রসাদেরও।