নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কায়  ২০২১ সালেও অলিম্পিক আয়োজন নিয়ে সংশয়! বিশ্বের অন্যান্য দেশের মতো জাপানেও ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস। জাপানে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে জরুরি পরিস্থিতি জারি করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে টোকিও অলিম্পিকের সিইও তোশিরো মুটো শুক্রবার জানান,  আগামী বছরও অলিম্পিকের আয়োজন সম্ভব হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইতিমধ্যেই করোনার  ধাক্কায় এক বছর টোকিও অলিম্পিক পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। নতুন সূচি অনুযায়ী ২০২১ সালের ২৩ জুলাই টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা।



কিন্তু এখনও ১৬ মাস বাকি থাকলেও টোকিও গেমস এর সিইও অলিম্পিক আয়োজনের ব্যাপারে গ্যারান্টি দিতে পারছেন না। তাঁর স্পষ্ট বক্তব্য পরের বছর জুলাইতে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা তা এখনই কারোর পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়।



আরও পড়ুন - আমেরিকাতে লকডাউনে আটকে প্রাক্তন বিশ্বকাপজয়ী হকি তারকা; পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী