Tokyo Olympics: এবারের মতো অলিম্পিক্স খেলতে পারবেন না Saina-Srikanth
টোকিও অলিম্পিক্সে কোয়ালিফাই করার শেষ দিন ১৫ জুন।
নিজস্ব প্রতিনিধি: আসন্ন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2021) কোয়ালিফাই করতে পারলেন না সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও শ্রীকান্ত কিদাম্বি (Srikanth Kidambi)। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (BWF) নিয়ম অনুযায়ী অলিম্পিক্সে কোয়ালিফাই করার জন্য একজন শাটলারকে বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম ষোলোর মধ্যে থাকতে হবে। কিন্তু ২০১২ সালের অলিম্পিক্স পদক(রুপো) জয়ী দেশের প্রথম ব্যাডমিন্টন প্লেয়ার সাইনার এই মুহূর্তে র্যাঙ্কিং ২২। অন্যদিকে ২০১৬ সালের রিও অলিম্পিক্সে খেলা শ্রীকান্তের র্যাঙ্কিং ২০। টোকিও অলিম্পিক্সে কোয়ালিফাই করার শেষ দিন ১৫ জুন। কিন্তু এই সময়ের মধ্যে সাইনা-শ্রীকান্তের সামনে আর কোনও ব্যাডমিন্টন ইভেন্ট নেই, যেখানে খেলে তাঁরা নিজেদেরকে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে নিয়ে আসতে পারবেন। ফলে অলিম্পিক্সের স্বপ্নভঙ্গ হল দেশের এই দুই তারকা ব্যাডমিন্টন প্লেয়ারের। অপেক্ষা পরের অলিম্পিক্সের জন্য।
আরও পড়ুন: সন্তান স্নেহে পোষ্যের পরিচর্যায় MS Dhoni, শুয়ে আদর খাচ্ছে চেতক! রইল মন ছুঁয়ে নেওয়া ভিডিয়ো
বিডব্লিউএফ এক বিবৃতিতে জানিয়েছে, "ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এটা নিশ্চিত করে বলতে পারে যে, টোকিও অলিম্পিক্সের আগে আর কোনও টুর্নামেন্ট নেই। ফলে কোয়ালিফাই করার উইন্ডো বন্ধ হয়ে গেল। কোয়ালিফিকেশনের শেষ দিন ছিল ১৫ জুন ২০২১। টোকিও যাওয়ার আগে র্যাঙ্কিংয়ে কোনও বদল ঘটবে না। অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রতিযোগীদের তালিকা বানিয়ে তাঁদের আমন্ত্রণ পাঠিয়ে দেওয়া হবে।" ভারতের হয়ে আসন্ন অলিম্পিক্সে সিঙ্গল বিভাগে কোয়ালিফাই করেছেন দু'জন। অলিম্পিক্সে অংশ নেবেন দেশের আরেক অলিম্পিক্স পদক জয়ী শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ও সাই প্রনীত (Sai Praneeth)। ডাবলসে খেলবেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)। করোনার জন্য সিঙ্গাপুর ওপেন ও মালয়েশিনা ওপেন ভেস্তে না গেলে সাইনাদের একটা সুযোগ থাকত অলিম্পিক্সে কোয়ালিফাই করার। কিন্তু এখন সব শেষ।