নিজস্ব প্রতিবেদন: ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চাঁদ (Dutee Chand) ২০০ মিটার সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন। সোমবার অলিম্পিক স্টেডিয়ামের ২ নম্বর ট্র্যাকের চার নম্বর হিটে নেমেছিলেন দ্যুতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মরসুমের সেরা সময়ে (২৩.৮৫) দৌড়েও দ্যুতি হিট শেষ করেন সাতে। ক্রিস্টিন এমবোমা হিটে ২২.১১ সময় নিয়ে একে শেষ করেন নামিবিয়ার হয়ে জাতীয় রেকর্ড করে। দ্বিতীয় হয়েছেন আমেরিকার গ্যাব্রিয়েল থমাস। তিনি সময় নেন ২২.২০। 


আরও পড়ুন: Tokyo Olympics 2020: হকিতে অলিম্পিক্স সেমিফাইনালে ভারত, ইতিহাস লিখল দেশের মেয়েরা


এবার ভারতের ২৬ জন অ্যাথলেটিক্সে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করছেন। তার মধ্যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চোখ ছিল স্প্রিন্টার দ্যুতি দিকে। বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন গত শুক্রবারও হতাশ করেছিলেন। মেয়েদের ১০০ মিটার হিটে দ্যুতি ১১.৫৪ সেকেন্ডে ৭ নম্বরে শেষ করলেন। এমনকী দ্যুতি নিজের সেরা ব্যক্তিগত রেকর্ডও স্পর্শ করতে পারেননি সেদিন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)