Mirabai Chanu: চানুর রুপো কি এবার সোনায় বদলে যাবে?
হউকে পরীক্ষার জন্য টোকিওতেই থাকতে বলা হয়েছে আপাতত।
নিজস্ব প্রতিবেদন: আলোচনায় এখন একটাই নাম, মীরাবাঈ চানু (Mirabai Chanu)। ২১ বছর পর ভারোত্তোলনে ফের ভারতের অলিম্পিক্স পদক এনে দিয়েছেন চানু। ইতিহাস লিখেছেন ইম্ফলের বছর ছাব্বিশের কন্যা। গত শনিবার চানুর পাওয়া রুপোর পদক কি এবার সোনায় বদলে যাবে! এই নিয়েই এখন জোর আলোচনা সোশ্যাল মিডিয়ায়।
৪৯ কেজি বিভাগে সোনা জেতেন চিনের ঝিহুই হউ (Zhihui Hou)। ক্লিন অ্যান্ড জার্কে বিশ্বরেকর্ড ধারী চানু শনিবার ২০২ পয়েন্ট পেয়েছিলেন। হউয়ের প্রাপ্ত পয়েন্ট চানুর থেকে ৮ বেশি। জানা যাচ্ছে চিনা সোনা জয়ী ভারোত্তোলকের ডোপ টেস্ট হতে চলেছে।
আরও পড়ুন: আমি শুধু মণিপুরের নই, গোটা দেশের, ঐতিহাসিক সাফল্যের পর Mirabai Chanu
অলিম্পিক্সের অ্যান্টি ডোপিং কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখতে চাইছে যে, হউ ইভেন্টের আগে কোনও শক্তিবর্ধক ওষুধ খেয়েছেন কিনা! সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট হউকে পরীক্ষার জন্য টোকিওতেই থাকতে বলা হয়েছে আপাতত। হউয়ের পরীক্ষার ফল যদি পজিটিভ আসে তবেই চানুর রুপো বদলে যাবে সোনায়। এই নিয়েই এখন চলছে জোর আলেচনা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)