আমি শুধু মণিপুরের নই, গোটা দেশের, ঐতিহাসিক সাফল্যের পর Mirabai Chanu
চানুকে (Mirabai Chanu) অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: টোকিয়ো অলিপিক্সে তাঁর হাত ধরে খাতা খুলল ভারত। শুধু তাই নয় এই প্রথম ভারতীয় ভারোত্তোলক হিসেবে রুপো জিতলেন সাইখোম মীরাবাই চানু (Mirabai Chanu)। ২০১৬ সালে অলিপিক্সে ইভেন্ট শেষ করতে পারেননি। ৫ বছর পর সেই চানুই গড়লেন ইতিহাস। তাঁর কথায়,'আমি খুব খুশি। গত ৫ বছর ধরে এই স্বপ্নটাই দেখে আসছি। সোনা জেতার চেষ্টা করেছিলাম। কিন্তু রুপোও অনেক বড় সাফল্য আমার কাছে।'
উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষ করে মণিপুর থেকে এখানে উঠে আসা চাট্টিখানি কথা নয়। তবে নিজেকে শুধু 'মণিপুরের মেয়ে' হিসেবে মানতে চান না চানু (Mirabai Chanu)। তিনি বলেন,'টোকিয়ো অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক আনতে পেরে আমি খুশি। আমি শুধু মণিপুরের মেয়ে নই, গোটা দেশের।'
চানুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইটারে তিনি লেখেন, টোকিয়ো অলিম্পিক্সে এর চেয়ে ভালো সূচনা হতে পারে না। মীরাবাই চানুর (Mirabai Chanu) সাফল্যে গোটা দেশ আনন্দিত। ভারোত্তোলনে রুপো জেতার জন্য তাঁকে অভিনন্দন। তাঁর সাফল্য গোটা দেশকে উজ্জীবিত করবে।
Could not have asked for a happier start to @Tokyo2020! India is elated by @mirabai_chanu’s stupendous performance. Congratulations to her for winning the Silver medal in weightlifting. Her success motivates every Indian. #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/B6uJtDlaJo
— Narendra Modi (@narendramodi) July 24, 2021
২০১৬ সালে রিয়ো অলিম্পিক্সে দ্বিতীয় দিনে চোখের জলে বিদায় নিয়েছিলেন চানু। আজ তিনিই রচনা করলেন নতুন ইতিহাস।
আরও পড়ুুন- Tokyo Olympics 2020: 'সুপার সানডে'! রবিবাসরীয় অলিম্পিক্সে নজরে Sindhu, Mary, Sania