নিজস্ব প্রতিবেদন: কেমন হয়েছে এবারের টোকিও অলিম্পিক্সের গেমস ভিলেজ (Tokyo Games village)? অনেকের মনেই রয়েছে এই প্রশ্ন। তবে ভারতের তারকা প্যাডলার শরথ কমলের (Sharath Kamal) টুইটার অ্যাকাউন্টে গেলেই সেই উত্তর পাওয়া যাবে। রবিবার বিকালে শরথ গেমস ভিলেজের ভার্চুয়াল ট্যুর করালেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ৫ দিন পর শুরু Tokyo Olympics, COVID-19 আক্রান্ত একই দলের ৩! নিভৃতবাসে পুরো টিম


এদিন একটি ছোট্ট ভিডিও করে টোকিয়োর গেমস ভিলেজ ঘুরে দেখালেন টেবিল টেনিস খেলোয়াড় শরথ। তাঁর ভিডিয়োয় দেখা গিয়েছে সারিবদ্ধ বহুতল। প্রতিটি দেশের অ্যাথলিট ও সাপোর্ট স্টাফদের অস্থায়ী ঠিকানা এই গেমস ভিলেজই। এখন এটাই তাঁদের ঘর-বাড়ি। আর ঠিক পাঁচ দিন পর শুরু টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics)। এর মধ্যেই মারণ ভাইরাস কোভিড (COVID-19) ঢুকে পড়ল গেমস ভিলেজে। দক্ষিণ আফ্রিকার ২ ফুটবলার ও একজন সাপোর্ট স্টাফ করোনাক্রান্ত হয়েছে বলেই জানিয়ে দিল রামধনু দেশের টিম ম্যানেজমেন্ট। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)