Tokyo Paralympics 2020: ভারতের ঝুলিতে আরও এক পদক, ব্যাডমিন্টনে রুপো নয়ডার DM-এর
শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: Tokyo Paralympics 2020-র মঞ্চে ভারতের ঝুলিতে আরও একটি পদক। ছেলেদের ব্যাডমিন্টনে রুপো পদক জিতলনে IAS অফিসার তথা নয়ডার ডিএম সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj )। ফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী Lucas Mazur-র কাছে হারলেন তিনি।
সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj )-কে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)।
আরও পড়ুন: KBC: ঠ্যাঙাচ্ছেন সেওয়াগ, কিশোরের গান শুনতে চাইলেন পাক-কিপার
আরও পড়ুন: Oval Test: বিদেশে মাটিতে প্রথম সেঞ্চুরি রোহিতের, দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক ভারতের
স্বামীর এই কৃতিত্বে আনন্দিত সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj)-র স্ত্রী তথা গাজিয়াবাদের ADM ঋতু সুহাস (Ritu Suhas)।