নিজস্ব প্রতিবেদন: বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে। প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার। কিন্তু শেষপর্যন্ত পদক গলায় ঝুলবে তো? ডিসকাসের এফ-ফিফটিটু ফাইনালের ফলাফল আপাতত স্থগিত রাখা হল। কারণ, তিনি ঠিক কতটা প্রতিবন্ধী? তা নিয়ে প্রশ্ন উঠেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ভারতের পদক বন্যা! রবিবাসরীয় সকালে পরপর তিনটি পদক এল। স্রেফ ব্রোঞ্জ পদক জেতাই নয়, ১৯.৯১ মিটার ছুড়ে আবার এশিয়ান রেকর্ড গড়েছেন বিনোদ কুমার। তাহলে? জানা গিয়েছে, ডিসকাসের যে বিভাগে পদক জিতেছেন বিনোদ, সেই এফ-ফিফটিটু বিভাগে কারও যদি দুর্বল পেশি কিংবা অঙ্গ-প্রত্যঙ্গের গঠনগত সমস্যা থাকে, তাহলে তিনি অংশ নিতে পারেন। ক্রীড়াবিদের শারীরিক প্রতিবন্ধকতা যখন খতিয়ে দেখে নিয়েছিলেন আয়োজকরা, তখন ভারতের বিনোদ কুমারকে নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু কেন? তা স্পষ্ট নয়। সেকারণেই বিতর্ক এড়াতে আপাতত ফাইনাল ইভেন্টের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।


 



এদিকে প্যারালিম্পিক্সে  ব্রোঞ্জ জেতার পর ইতিমধ্যেই টুইট করে বিনোদ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক লিখেছেন, খেলায় মনের জোরই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এর আগে সকালে টেবিল টেনিসে দেশকে রুপো এনে দেন  ভাবিনা কুমার। বিকেল হাই জাম্পে রুপো জেতেন নিষাদ কুমার।