Tokyo Paralympics 2020: ফের সাফল্য, শুটিংয়ে সোনা জয় করে বিশ্বরেকর্ড অবনীর
১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী।
নিজস্ব প্রতিবেদন: টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের সোনার পদক জয়। শুটিংয়ে সোনা জিতলেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী। শুধু পদকই নয়, নজির তৈরি করলেন ভারতীয় শুটার। ৬২১.৭ স্কোর করে ফাইনালে পদক জয়েক লক্ষ্যে পৌঁছন ভারতীয় শুটার।
লেখারা ফাইনালে স্কোর ২৪৯.৬, যা ইউক্রেনের Iryna Shchetnik-এর ২০১৮-র ডিসেম্বরে গড়া বিশ্ব রেকর্ডের সমান। শুরুটা ধীরে হলেও প্যারাঅলিম্পিক্সে ১৯ বছর বয়সী শুটার সোনা জিতে বিশ্বরেকর্ড করেন। অবনী লেখারাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন, Tokyo Paralympics 2020: Vinod Kumar-র পদক জয় অনিশ্চিত! স্থগিত ফাইনালের ফলাফল
২০১২ সালে গাড়ি দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন অবনী। শেষ পর্যন্ত ৬২১.৭ স্কোরের জন্য সপ্তম স্থানে ছিলেন। সোনার পর এদিন প্যারালিম্পিক্সে রূপো জয় করল ভারত। প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রো-তে রুপো জিতলেন যোগেশ কাথুনিয়ার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)