জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জোরে বোলার শামার জোসেফ (Shamar Joseph), গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক পারফরম্য়ান্স দিয়ে। জোসেফকে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) নিয়েছে মার্ক উডের পরিবর্তে। জোসেফ তিন কোটি টাকায় আসন্ন আইপিএল খেলবেন (IPL 2024)। আইপিএলের প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি এবার সোশ্য়াল মিডিয়া মাতানোর একটাই রাস্তা ধরেছে। ক্রিকেটারদের আইপিএলে স্বাগত জানাতে তারা নানারকম রিলস বানাচ্ছে। জোসেফের ক্ষেত্রেও সেরকমই কিছু ঘটল। এলএসজি (LSG) যে ভিডিয়ো পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে, কেউ একজন জোসেফকে হোটেলের ওয়াই-ফাই পাসওয়ার্ড জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তরে জোসেফ বলেন, 'Toota Hai Gabba Ka Ghamand'! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: MS Dhoni: 'আজীবন ধোনির কাছে ঋণী', বক্তা কিংবদন্তি ভারতীয়, আঙুলের জাদুতে বদলান খেলার রং




আরও পড়ুন:  নিরাপত্তারক্ষী থেকে ক্রিকেটার! তিন কোটিতে আইপিএলে, গোয়েঙ্কার দলে কে এই সব্যসাচী?


'Toota Hai Gabba Ka Ghamand', এই লাইন আজীবন ভারতীয় ক্রিকেট ফ্য়ানদের মনে গেঁথে গিয়েছে। সৌজন্য়ে প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্য়কার বিবেক রাজদান। ২০২১ সালে অস্ট্রেলিয়ার গাবায় ঋষভ পন্থ খেলেছিলেন ঐতিহাসিক ইনিংস। তাঁর অপরাজিত ৮৯ রানে  ভর করে ভারত ৩২৮ রান তাড়া করে গাবা টেস্ট জিতেই সিরিজ ২-১ ছিনিয়ে নেয়। ৩২ বছর পর অস্ট্রেলিয়া গাবায় টেস্ট হেরেছিল! ঋষভ ম্য়াচ জেতানো শট মারার পরেই বিবেক বলেছিলেন, ' 'Toota Hai Gabba Ka Ghamand', অর্থাৎ অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ। হিন্দি ধারাভাষ্য়ে এই লাইন প্রায় অমর হয়ে গিয়েছে। বিদেশের মাটিতে ভারতের এই সিরিজ জয় নিয়ে আজীবন আলোচনা হবে। কারণ বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা ছিলেন না। গাবা টেস্টের নেতা ছিলেন অজিঙ্কা রাহানে।


এবার গাবার সঙ্গে কিন্তু জোসেফেরও রয়েছে সম্পর্ক। গত জানুয়ারিতে তিন ফরম্য়াটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল অস্ট্রেলিয়ায়। দুই দেশের মধ্য়ে জোড়া টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ওয়ানডে ও সমসংখ্য়ক টি-২০ খেলা হয়েছিল। তবে একটা অসাধারণ টেস্ট সিরিজ দেখেছিল বাইশ গজ। আয়োজক দেশ অস্ট্রেলিয়া অ্য়াডিলেডে প্রথম টেস্ট জেতে ১০ উইকেটে। আর দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। প্য়াট কামিন্সের বিশ্বসেরা দলের দম্ভচূর্ণ করে দিয়েছিল ক্রেগ ব্রাথওয়েটের বিশ্বের আট নম্বর টেস্ট দল। ব্রিসবেনে আট রানে টেস্ট জিতে উইন্ডিজ টেস্ট সিরিজ ১-১ শেষ করেছে। এক-আধ বছর পর নয়, পাক্কা ২৭ বছর অস্ট্রেলিয়াকে টেস্টে হারায় মেরুন জার্সিধারীরা। গাবা টেস্টে একাই সাত উইকেট তুলে নেন জোসেফ । তারপর থেকেই তিনি চলে আসেন প্রচারের আলোয়। সুতরাং জোসেফ ও গাবার সম্পর্কও অবিচ্ছেদ্য়। জোসেফের রিলস ধরেই আরও একটি রিলস বানিয়েছে এলএসজি। এই মরসুমে কেএল রাহুলদের দায়িত্বে জাস্টিন ল্য়াঙ্গার। যেখানে দেখা যাচ্ছে যে, ল্য়াঙ্গার হাসি মুখে জোসেফের রিলস দেখছেন। এরপর তিনি বলেন, 'ভালো হয়েছে এটা, কে বানিয়েছে?' সঙ্গে সঙ্গে এক যুবক ছুটে এসে বলেন, যে তিনি বানিয়েছেন। যা শুনে ল্য়াঙ্গার বলেন, নতুন ওয়াই-ফাই পাসওয়ার্ড হয়েছে, 'Toota Hai Creator Ka Contract'! ঘটনাচক্রে ২০২১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ল্য়াঙ্গারই ছিলেন অজিদের কোচ। মজার এই ভিডিয়ো শেয়ার হচ্ছে দেদারে!


আরও পড়ুন: RCB | IPL 2024: থাকছে না আর ব্যাঙ্গালোরের অস্তিত্ব! লিগ শুরুর আগেই এল বিরাট ব্রেকিং


 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)