নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে জয়ের পর অ্যাওয়ে ম্যাচেও জয় ছিনিয়ে নিল টটেনহ্যাম হটস্পার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল হ্যারি কেনরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে হতো বরুশিয়া ডর্টমুন্ডকে।  উল্টে আবারও হারল তারা। প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে বরুশিয়াকে হারিয়েছিল টটেনহ্যাম। দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার   হ্যারি কেইনের একমাত্র গোলে বুন্দেশলিগার শীর্ষে থাকা ডর্টমুন্ডকে হারাল তারা। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই মৌসা সিসোকর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। এই নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ২৪ তম গোল করলেন কেন। টটেনহ্যামের জার্সি গায়ে কোনও ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।



এরপর অবশ্য স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি। দুই লেগ মিলিয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে ২০১১ সালের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে টটেনহ্যাম হটস্পার।


আরও পড়ুন -  UCL 2018-19: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই ছিটকে গেল গত তিন বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ