নিজস্ব প্রতিবেদন:  রবিবার আই লিগের ইতিহাসে দ্রুততম গোল করে নজির গড়লেন ট্রাউ এফসি- র তাজাকিস্তানের ফুটবলার কোমরন তুরসনভ। মোহনবাগান মাটে আই লিগের ম্য়াচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাত্র ৯ সেকেন্ডে গোল করলেন তিনি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগের রেকর্ডটি ছিল মোহনবাগানের আর এক প্রাক্তন আই লিগজয়ী ফুটবলার কাটসুমির। ২০১৮-১৯ মরসুমে আই লিগে নেরোকা এফসি-র হয়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন জাপানি কাটসুমি উসা। এতদিন এটাই ছিল আই লিগে দ্রুততম গোল। রবিবার কাটসুমিকে ছাপিয়ে গেলেন কোমরন তুরসনভ।


আরও পড়ুন -  সৌরভ নন, ICC-তে বোর্ডের প্রতিনিধি Jay Shah


রিয়াল কাশ্মীরের হারুন আমিরির ভুলে বল পেয়ে যান কোমরন। ডান পায়ের জোরালো শটে গোল করেন তাজাকিস্তানের ফুটবলারটি। ৯ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ট্রাউ এফসিকে। ৭০ মিনিটে রিয়াল কাশ্মীরের হয়ে গোল শোধ করেন ম্য়াসন রবার্টসন।


আরও পড়ুন - ISL 2020-21: মুম্বইয়ের অপরাজিত দৌড় থামিয়ে লিগ শীর্ষে উঠতে মরিয়া ATK Mohun Bagan