নিজস্ব প্রতিবেদন: টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই পাল্টা প্রত্যাঘাত করেছে নিউ জিল্যান্ড। কলিন মুনরোর সেঞ্চুরি ও ট্রেন্ট বোল্টের বিধ্বংসী স্পেলে সহজেই ম্যাচ বের করে নেয় কিউইরা। রাজকোটে ৪০ রানে হেরেছে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে বড়ই নিস্প্রভ লেগেছে ধোনিদের। আর ম্যাচ হারার পরই সোশ্যাল মিডিয়ার ট্রোল হলেন বিশ্বের সেরা ফিনিশার ধোনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচে শিখর-রোহিত ব্যর্থ হলেও দলকে টানছিলেন কোহলি ও ধোনি। কিন্তু,  শনিবার ব্যাটে রান পেলেও ধোনির সেই 'মিডাস টাচ' বিশেষ দেখা যায়নি। এমনকি খুচরো রান নিয়ে প্রান্ত বদল করতেও সমস্যায় পড়েছেন তিনি। মাহির বয়সের প্রভাব পড়ছে, এমনও কথা শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৪৯ রানে আউট হন ধোনি। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে একটি মুহূর্ত। স্টাম্পিং বাঁচাতে জিমন্যাস্টের কায়দায় পা বাড়ান ভারতের প্রাক্তন অধিনায়ক। এই ছবিটি নিয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন ধোনি। কেউ বলছেন, কেরিয়ার দীর্ঘায়িত করছেন। কেউ বলছেন, নিউ জিল্যান্ডে দ্বাদশ ক্রিকেটার ছিলেন ধোনি।         


 








রাজকোটে ৪০ রানে হেরে ৩ ম্যাচের সিরিজ এখন ১-১। মঙ্গলবার তিরুঅনন্তপুরমে সিরিজের শেষ ম্যাচই এখন ফাইনাল। 


আরও পড়ুন, জন্মদিনে সেরা উপহারটাই হাতছাড়া কোহলির