নিজস্ব প্রতিবেদন:  অবাক কাণ্ড! ফের রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে মধ্যে ঢুকে পড়ল সাপ। জোড়া সাপের অনুপ্রবেশ মাঠে - আর তাতেই বাধা পড়ল ম্যাচে। শেষ পর্যন্ত সাপুড়ে ডেকে মাঠ থেকে বের করা হল সাপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বই ও কর্নাটকের মধ্যে তৃতীয় দিনের খেলা চলছিল। রবিবার তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ে একটি সাপ। সাপ দেখে স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ থাকে খেলা। শেষ পর্যন্ত সাপুড়ে ডেকে মাঠ থেকে সাপ দুটিকে বের করা হয়।



এই প্রথমবার নয়। চলতি মরশুমে রঞ্জিতে এই নিয়ে দ্বিতীয়বার মাঠে সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটল। রঞ্জি ট্রফি শুরুর প্রথম দিনেই বিদর্ভ এবং অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই বাধা হয়ে দাঁড়ান স্বয়ং নাগরাজ। নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা দেরিতেই শুরু হয় ম্য়াচ।  


আরও পড়ুন - দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিরাট সিদ্ধান্ত নিলেন শ্যেন ওয়ার্ন