নিজস্ব প্রতিবেদন:  বছরের প্রথম দিনেই ফের নতুন ঘোষণা ইউনিভার্স বস ক্রিস গেইলের। ৪১ বছর বয়সেও নিজের জন্য নতুন লক্ষ্য স্থির করলেন তিনি। অবসর নয়, আরও দুটি বিশ্বকাপ খেলাই তাঁর লক্ষ্য বলে মন্তব্য করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ চলাকালীন তিনি খেলা চালিয়ে যাবেন কিনা প্রশ্ন করাতে তিনি বলেন, “ওহ ইয়েস, অবশ্যই, অবসরের কোনো চিন্তাই নেই এখন। আমি বিশ্বাস করি আমি আরও পাঁচ বছর খেলতে পারি তাই ৪৫ এর আগে অবসরের কোনো সম্ভাবনাই নেই। আর আমি আরও দুটি বিশ্বকাপ খেলব।” গেইল ভারতে হতে চলা আসন্ন অক্টোবরের টি-২০ বিশ্বকাপ ও ২০২২-এর অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করছেন।


আরও পড়ুন- নেইমারের নববর্ষের পার্টি ঘিরে বিতর্ক, জল্পনা ওড়ালেন তাঁর ম্যানেজার


আরব আমিরশাহিতে আইপিএলের ১৩তম সংস্করণে গেইল অনবদ্য ফর্মে ছিলেন। মাত্র ৭টি ইনিংসে তিনি ২৮৮ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১৩৭.১৪। সর্বোচ্চ ৯৯ রানসহ তিনটি অর্ধশতরান করেন তিনি।


আরও পড়ুন-  মুস্তাক আলির ২০ জনের দল ঘোষণা, অভিমন্যুকে সরিয়ে অধিনায়ক অনুষ্টুপ