নিজস্ব প্রতিবেদন: তিন দিনে দুই হার। নেপালের বিরুদ্ধে লজ্জাজনক হারের দুঃস্বপ্ন কাটতে না কাটতেই ফের অঘটন। কোয়ালালামপুরে চলতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বাংলাদেশের কাছে বিরাট হার ভারতের। যার ফলে গ্রুপ লিগে পর্যুদস্ত হয়েই বাড়ি ফিরতে হবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলকে। গ্রুপ-এ থেকে নেপাল এবং বাংলাদেশ দুই দলই যাবে সেমিফাইনাল পর্বে। অন্যদিকে গ্রুপ-বি থেকে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠবে পাকিস্তান এবং আফগানিস্তান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ২২ গজে ফিরছে 'স্টেইন গান'


শিশু দিবসে বাংলা জয়ের উদ্দেশ্য নিয়েই খেলতে নেমেছিল 'রাহুলের ভারত'। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে সলমন খান ছাড়া আর কেউই তেমনভাবে নজরকারতে পারেনি। নির্ধারিত ৩২ ওভারে ১৮৭ রানই করতে পারে হার্ভিক দেশাই, অনুজ রাওয়াতরা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার পিনাক ঘোষ এবং মহম্মদ নাইম শেখ জয়ের দিকে অনেকটাই এগিয়ে দেয় বেঙ্গল টাইগারদের। পরে ব্যাট করতে এসে পিনাককে যোগ্য সঙ্গত দেয় মহম্মদ তোয়াহিদ। তাদের অনবদ্য ব্যাটিং পার্টনারশিপেই ভারতের বিরুদ্ধে সহজ জয় পায় বাংলাদেশ।


আরও পড়ুন- অবিশ্বাস্য! শেনের শতাব্দীর সেরা বল আমান্ডার ডেলিভারিতে!


যদিও ক্রিকেট সার্ফেসে এমন বিশ্রী হার নিয়ে একটুও ভাবিত নন কোচ রাহুল দ্রাবিড়। খেলার ফল নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতকে শক্ত পায়ে দাঁড় করানোর লক্ষ্যেই অবিচল বলে দাবি করেন 'দ্য ওয়াল'।