৩ রানে ৬ উইকেট, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের আগুনে বোলিংয়ে ঝলসে গেল বিপক্ষ
অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে এবার পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল রাহুলের ভারত।
নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ভারতীয়দের দাপট অব্যাহত। অস্ট্রেলিয়ার পর এবার তুলনায় সহজ প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনিকেও হেলায় হারাল ভারত। আগুনে পেস বোলিং আর বাঁ হাতি স্পিনের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছে ক্যারিবিয়ানরা। অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে এবার পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল রাহুলের ভারত।
অনুকূল রয় এবং এস মাভির দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরু থেকেই উইকেট হারায় সাম, আতাইদের দল। একটা সময় ৩ রানেই ৬ উইকেট চলে যায় পাপুয়া নিউ গিনির। এমন আগুনে বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৬৪ রানেই গুটিয়ে যায় ওশিয়ানিয়ার দলটি। অনুকূল রয় ১৪ রান দিয়ে তুলে নেয় ৫টি উইকেট। অনুকূলকে যোগ্য সঙ্গত দিয়ে ২টি উইকেট নিজের ঝুলিতে তোলে মাভিও। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই জয় পায় অনূর্ধ্ব ১৯ ভারত। অস্ট্রেলিয়া ম্যাচের মতোই এদিনও ব্যাটে দাপট দেখায় ভারত অধিনায়ক। ৬৫ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে একাই ৫৭ রান করেন পৃথ্বী। যদিও ম্যাচের সেরা নির্বাচিত হন অনুকূল।
আগামী শুক্রবার ফেভারিট হয়েই জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে ইশান্ত পোড়েল, পৃথ্বী সাউদের অনূর্ধ্ব ১৯ ভারত।
আরও পড়ুন- ছিটকে গেলেন ঋদ্ধি, ৮ বছর পর টেস্টে ডাক পেলেন দীনেশ কার্তিক