জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে (Under 19 T20 World Cup) ভারতের মহিলা দলের (India Womnes U19) দাপট বজায় রয়েছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa Womens U19) বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছিল ভারতের মহিলা দল। দ্বিতীয় ম্যাচে এবার সংযুক্ত আরব আমিরশাহীকে (UAE Womnes U19) ১২২ রানের ব্যবধানে জয় পেয়ে গ্রুপের শীর্ষে উঠে এল শেফালি ভার্মার (Shafali Verma) দল। ফলে সুপার ১২তে ওঠার দৌড়েও অনেকটাই এগিয়ে রইলেন রিচা শর্মারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মাত্র ৩৪ বলে ৭৮ রান করে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক শেফালি। ১২টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল। তারপর বোলারদের দাপটে বিপক্ষ ব্যাটিংকে ধরাশায়ী করে ফেলে ভারত। অলরাউন্ড পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি সংযুক্ত আরব আমিরশাহী। সোমবারের ম্যাচে টসে জিতে বোলিং করে আরব আমিরশাহী। তবে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে ভারত। ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সিনিয়র ক্রিকেটে ইতিমধ্যেই পরিচিত নাম শেফালি। 


অধিনায়ক ফিরে গেলেও ভারতীয় ব্যাটিংয়ের তাণ্ডব থামেনি। তিন নম্বরে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন বঙ্গকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। তবে মাত্র এক রানের জন্য অর্ধ শতরান হাতছাড়া করেন তিনি। ২৯ বলে ৪৯ রান করে আউট হন রিচা। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ের যোগ্য সঙ্গত করেন ওপেনার শ্বেতা শেরাওয়াত (Shweta Sehrawat)। ৪৯ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারের শেষে ২১৯ রান তোলে ভার‍ত। 


আরও পড়ুন: Ravindra Jadeja: মাত্র চার শব্দে কামব্যাকের মানে বুঝিয়ে দিলেন অলরাউন্ডার জাড্ডু


আরও পড়ুন: Virat Kohli: সচিনের গড়া ১০০ সেঞ্চুরিতে শুধু বিরাট ভাগ বসাবে, দাবি করলেন সুনীল গাভাসকর



ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্সের পর ভারতীয় বোলারদের কাজটা বেশ সহজ হয়ে গিয়েছিল। সেভাবে উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন তিতাস-পার্শবীরা। কুড়ি ওভার ব্যাট করলেও টার্গেটের ধারেকাছে পৌঁছতে পারেনি আরব ব্যাটাররা। ৫ উইকেটে মাত্র ৯৭ রানে আটকে যান আরবশাহী। ফলে পরপর দুই ম্যাচ জিতে নিল ভারত। ১৮ জানুয়ারি স্কটল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)