মোদী সরকারের সবুজ সংকেত মিলতেই BCCI-এর তরফে IPLআয়োজনের ছাড়পত্র পেল আমিরশাহি
কেন্দ্র সরকারের সবুজ সংকেত পেতেই বিসিসিআই এমিরেটস ক্রিকেট বোর্ডকে আইপিএল আয়োজনের সম্পূর্ণ ছাড়পত্র দিয়ে দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : করোনা উদ্বেগের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে IPL আয়োজনের সরকারি ছাড়পত্র পেয়ে গিয়েছে BCCI। মোদী সরকারের সবুজ সংকেত মিলতেই BCCI-এর তরফে IPLআয়োজনের জন্য ছাড়পত্র দেওয়া হল এমিরেটস ক্রিকেট বোর্ডকে। মঙ্গলবার তা স্বীকার করে নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ECB।
সোমবার আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, করোনা ভাইরাসের আবহে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল তা মঞ্জুর হয়েছে। আর কেন্দ্র সরকারের সবুজ সংকেত পেতেই বিসিসিআই এমিরেটস ক্রিকেট বোর্ডকে আইপিএল আয়োজনের সম্পূর্ণ ছাড়পত্র দিয়ে দিয়েছে। বিসিসিআই-এর কাছ থেকে ছাড়পত্র মিলতেই জোরকদমে আইপিএল প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেও জানানো হয়েছে সে দেশের ক্রিকেট বোর্ডের তরফে।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল হবে ১০ নভেম্বর। ৫৩ দিনের মেগা ইভেন্টে মোট ৬০টি ম্যাচ খেলা হবে।
আরও পড়ুন- মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে পুলিসের সঙ্গে তর্ক জাদেজার স্ত্রী'র, হাসপাতালে পুলিস