নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপ শুরুর আগে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে মেতে উঠবে ফুটবল বিশ্ব। ২০১৭-১৮ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউক্রেনের রাজধানী কিয়েভে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে দুই শিবিরে। রোনাল্ডো বনাম সালাহর লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের লক্ষ্যে রিয়াল, জিততে মরিয়া লিভারপুল


# চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ...


* রিয়াল মাদ্রিদ (৪-৩-১-২) :  নাভাস, কার্ভাহাল, ভারানে, রামোস, মার্সেলো, লুকা মডরিচ, ক্যাসেমিরো, টনি ক্রুস, ইস্কো, রোনাল্ডো, বেঞ্জেমা


* লিভারপুল (৪-৩-৩) :  কারিউস, আর্নল্ড, লভরেন, ডিক, রবার্টসন, উইজনালডাম, হেন্ডারসন, মিলনার, সালাহ, ফিরমিনো, সাদিও মানে


# ধুন্ধুমার সেই লড়াই কোথায় দেখবেন ?



* ভারতীয় সময় রাত ১২:১৫ থেকে রিয়াল মাদ্রিদ-লিভারপুল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন সোনি টেন টু-তে। দেখতে পাবেন সোনি লিভ -এ।