নিজস্ব প্রতিবেদন: ফিনল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে খেলতেই আচমকা জ্ঞান হারালেন  ক্রিশ্চিয়ান এরিকসন! আতঙ্ক কাটেনি এখনও। ফের করোনার থাবার উয়েফা ইউরোতে (UEFA EURO 2020)! আক্রান্ত দলের নির্ভরযোগ্য ফুটবলার জোয়াও ক্যানসেলো (Joao Cancelo)। এবারের মতো টু্র্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। প্রথম ম্যাচে নামার আগে বিপাকে পর্তুগাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সবকিছু ঠিকঠাক থাকলে গতবছর অর্থাৎ ২০২০-তেই অনুষ্ঠিত হত উয়েফা ইউরো কাপ। কিন্তু করোনা আবহে এক বছর পিছিয়ে দেওয়া হয় টুর্নামেন্ট। কিন্তু তাতেও অতিমারীর আতঙ্ক পিছু ছাড়ছে না! দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন স্পেনের অধিনায়ক সের্জিও বুস্কেটসও। এবার ভাইরাসের হানা পর্তুগাল শিবিরে। 


আরও পড়ুন: UEFA EURO 2020: শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে সতীর্থদের শুভেচ্ছাবার্তা Eriksen-র


সেদেশের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ইউরো কাপ শুরুর আগে নিয়মাফিক গোটা দলের সমস্ত ফুটবলারেরই করোনা পরীক্ষা করা হয়। বাকিরা নেগেটিভ, তবে  জোয়াও ক্যানসেলোর পজিটিভি রিপোর্ট এসেছে। এরপরই কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এদিকে  হাঙ্গেরি বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে হাতে আর বেশি সময় নেই। ফলে পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোসের কাজ অনেকটা কঠিন হয়ে গেল। এবার পর্তুগিজ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার এই জোয়াও ক্যানসেলো। বস্তুত, ইজরায়েলের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত গোলও করেছিলেন তিনি।


আরও পড়ুন: UEFA EURO 2020: মাঠে সংজ্ঞাহীন Eriksen-র ছবি সরাসরি সম্প্রচার! ক্ষমা চাইল BBC


বাদ নেই কোপা আমেরিকাও। শনিবার সন্ধ্যায় জানা যায়, ভেনেজুয়েলার শিবিরে ১২ জন সদস্য করোনা আক্রান্ত। এরপর সংক্রমিত হন কোচিং স্টাফ-সহ বলিভিয়ার ৩ ফুটবলারও। ফলে আতঙ্ক ছড়িয়েছে যথেষ্টই। যদিও টুর্নামেন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)