নিজস্ব প্রতিবেদন: ফুটবলের দুঃসময়ে এগিয়ে এল ফিফা।  করোনার থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ক্রীড়াবিশ্ব। বন্ধ ফুটবল। আর্থিক ক্ষতির মুখে বিশ্বের তাবড় তাবড় ফুটবল ক্লাব। ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাব ফুটবলারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দেশে কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি বাতিল করেছে। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে বিশ্ব ফুটবল। মোকাবিলায় ময়দানে নামল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ফুটবলের মার্শাল প্ল্যান নিয়ে এসছে ফিফা। তিন বিলিয়ন ডলার অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ। ফের কবে থেকে তা শুরু হবে এখনই নির্দিষ্ট করে বলতে পারছে না উয়েফা । বুধবারই এক আলোচনায় বসেছিল উয়েফা। কিন্তু কোনও সমাধান সূত্র বের করতে পারেনি তারা। আগেই বাতিল করা হয়েছে ইউরো কাপ। মে মাসের শুরুতে পরিস্থিতি নিয়ে ফের আলোচনায় বসবে ইউরোপীয় ফুটবলের সর্বময় সংস্থা।


আরও পড়ুন - পাহাড়ি বিছের পুরনো ঝলক! লকডাউনে 'হোম স্টে চ্যালেঞ্জ' বাইচুং-এর