`বেঁচে আছি, ভাল আছি`, টুইটারে জানালেন `মৃত` আকমল
`আমি একদম ভাল আছি। যে ধরনের খবর উড়ছে, তা ভুল। সবাইকে আমার অনুরোধ, এমন খবর প্রকাশ করবেন না।` ভিডিও বার্তায় আকমল তাঁর ফ্যানদের উদ্দেশে এও জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁকে ক্রিকেট মাঠে লাইভ দেখা যাবে।
নিজস্ব প্রতিবেদন: টুইটারে ভিডিও পোস্ট করে উমর আকমল প্রমাণ করলেন, তিনি মরেননি! ভিডিও বার্তায় পাকিস্তানের তারকা ক্রিকেটার উমর আকমল জানিয়েছেন, "আমি একদম ভাল আছি। যে ধরনের খবর উড়ছে, তা ভুল। সবাইকে আমার অনুরোধ, এমন খবর প্রকাশ করবেন না।" ওই ভিডিও বার্তায় আকমল তাঁর ফ্যানদের উদ্দেশে এও জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁকে ক্রিকেট মাঠে লাইভ দেখা যাবে।
আরও পড়ুন- বিসিসিআইকে ৫২ কোটির জরিমানা!
ইসলামাবাদের একটি সংঘর্ষের ঘটনার পরই উমর আকমলের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই শোকবার্তায় ভেসে যায় টুইটার। ক্রিকেট ফ্যানদের বিষণ্ণতা উপচে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমন সময় নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে 'রোমাঞ্চ' বাড়ান আকমল নিজে। মৃত মানুষ কীভাবে টুইট করছে? সন্দেহ দানা বাঁধার আগেই সশরীরে এসে গুজব ওড়ান এই পাক ক্রিকেটার।
আরও পড়ুন- বিরাটের বিয়ে বিদেশে!