জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার ফাস্টবোলার উমেশ যাদব (Umesh Yadav) ফের বাবা হলেন। উমেশের স্ত্রী তানিয়া ওয়াধা (Tanya Wadhwa) বুধবার অর্থাৎ ৮ মার্চ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। উমেশ-তানিয়া দু'জনেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 'ব্লেসড উইথ বেবি গার্ল' ক্যাপশন দেওয়া কার্ড পোস্ট করেছেন তাঁরা। কেএল রাহুল (KL Rahul), অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও সঞ্জনা গণেশনরা (Sanjana Ganesan) শুভেচ্ছা জানিয়েছেন উমেশ-তানিয়াকে। ২০১৩ সালের ২৯ মে ফ্যাশন ডিজাইনার কন্যাকে বিয়ে করেন ক্রিকেটার। ২০২১ সালে প্রথমবার উমেশ-তানিয়া বাবা-মা হয়েছিলেন। সেবারও ঘর আলো করে এসেছিল এক ফুটফুটে কন্যা। আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2023) তানিয়া সত্যিই অসাধারণ উপহার দিলেন উমেশকে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনShubman Gill: রশ্মিকাকে নিয়ে গুঞ্জন! শুভমন রাখলেন না রাখঢাক! সোশ্যালে খুল্লামখুল্লা ক্রিকেটার


গত মাসেই উমেশের বুক ভেঙেছিল। ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন বাবা তিলক যাদব। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উমেশের বাবা। তিলক একজন পেশাদার কুস্তিগীর ছিলেন। এই মুহূর্তে উমেশ ব্যস্ত বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে, ভারত প্রথম দুই টেস্ট জিতে ২-০ এগিয়ে গিয়ে টানা তৃতীয়বারের জন্য ট্রফি ধরে রাখে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছিল ৬ উইকেটে। এরপর ইন্দোরে ভারতকে ৯ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। প্রথম তিন টেস্টেই উমেশ বেঞ্চ গরম করেছেন।আগামী ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। এই টেস্টে উমেশের খেলার সেভাবে সম্ভাবনা নেই।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)